বিকেলে ঢাকায় থাকা মায়ের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন। আর রাতেই চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলের ২০ তলা থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয় এক যুবকের। পরিবার ও পুলিশ বলছে, নিহত আরিফ কবির মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে হোটেল র্যাডিসন ব্লু বে ভিউতে এ ঘটনা ঘটে। ২৪ বছর বয়সী আরিফ ঢাকার মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের বাসিন্দা এনামুল কবিরের ছেলে। তিনি এ লেভেলে ভর্তির অপেক্ষায় ছিলেন।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা জানতে পেরেছেন, আরিফ ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন। সেখান থেকে চট্টগ্রামে আসেন। গত সোমবার রাতে তিনি র্যাডিসন ব্লুতে খাবার খেতে গিয়েছিলেন। সেখানে তাঁকে দেওয়া সব খাবার তিনি খাননি। কিছু খাবার প্লেটে রেখে দিয়েছিলেন। একপর্যায়ে হোটেলের ২০ তলা থেকে লাফ দেন। লাফ দিয়ে তিনি ৬ তলায় পড়েন। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ